Back

ⓘ ইতিহাস একাডেমি. ইতিহাস একাডেমী বাংলাদেশের ইতিহাস গবেষকদের নিয়ে গঠিত একটি সংগঠন। ২০০১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনানুষ্ঠানিকভাবে সংঠগনটির উৎপত্তি হয়। ২০০৫ সা ..                                               

নাদওয়াতুল মুসান্নিফীন

নাদওয়াতুল মুসান্নিফীন হল দিল্লির শিক্ষাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এবং প্রকাশনা সংস্থা। ১৯৩৮ সালে আতিকুর রহমান উসমানি, হামিদ আল-আনসারী গাজী, হিফজুর রহমান সিওহারভি এবং সাইদ আহমদ আকবরাবাদী সহ অন্যান্য পন্ডিতগণ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন।

                                               

জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী

জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী একটি স্বায়ত্তশাসিত সরকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানবসম্পদ, ভাষাগত এবং ব্যবস্থাপনা কোর্স পরিচালনা করে। এটি বাংলাদেশের বগুড়া জেলার ফুলতলায় অবস্থিত।

                                               

জামাত রেজা-এ-মোস্তফা

জামাআত রেজা-এ-মোস্তফা জামাত রেজা-এ-মোস্তফা নামে পরিচিত, সুফিবাদের সাথে যুক্ত ভারতীয় সুন্নি বেরলভী মুসলমানদের অন্যতম ঐতিহাসিক সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাআত অনুসারে ইসলামী শিক্ষার প্রচারের জন্য ১৯২০ সালের ১৭ ডিসেম্বর বেরেলিতে মুজাদ্দিদ ও পণ্ডিত আহমদ রেজা খান বেরলভী এটি প্রতিষ্ঠা করেছিলেন। জেআরএম-এর অন্যতম লক্ষ্য হল ওহাবী, দেওবন্দী ও শিয়া সম্প্রদায়ের খণ্ডন করা এবং সুফিবাদ অনুসরণকারী সুন্নি মুসলমানদের বিশ্বাস রক্ষা করা।

                                               

অস্টিন পিস একাডেমি

অস্টিন পিস একাডেমি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থিত একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে। ২০১৬ সালের তথ্যমতে এর শিক্ষার্থীরা ১৯ টি জাতীয়তা থেকে এসেছে। ১৯৯৭ সালে ওয়েস্ট ক্যাম্পাসে প্রাক কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রম শুরু হয় পরে সেটা ১৯৯৯ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। ২০০৩ সালে স্কুলটিকে বর্তমান নামে নামকরণ করা হয়।

                                               

মিফতাহুল উলুম একাডেমি

মিফতাহুল উলুম একাডেমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হাডসন কাউন্টির ইউনিয়ন সিটিতে অবস্থিত একটি বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান । একাডেমিটি প্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করায়। ২০১৭ সাল থেকে একাডেমিটি কগনিয়া দ্বারা স্বীকৃত। ২০১৭–-১৮ শিক্ষাবর্ষ হিসাবে, এই একাডেমিতে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত ৬.৬: ১ এবং এতে ১৫২ জন শিক্ষার্থী প্রাক কিন্ডারগার্টেন আরও ৩৪ জন এবং ২২.৯ শ্রেণিকক্ষের শিক্ষক এফটিই ভিত্তিতে ছিল। একাডেমিতে শিক্ষার্থীদের ৪২.৮% ৬৫ এশিয়ান, ২৭.৬% ৪২ শ্বেতাঙ্গ, ১৫.৮% ২৪ কৃষ্ণাঙ্গ, ১৩.২% ২০ দুই বা ততোধিক জাতির এবং ০.৭% ১ হিস্পানিক ছিল।

                                               

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ একটি দ্বি-শিফট বিশিষ্ট স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা গাজীপুর জেলার সদর উপজেলার টঙ্গীতে অবস্থিত। প্রতিষ্ঠানের অধীনে বিদ্যালয়-স্তরে পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা, পাঁচ বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং দুই বছরের জন্য মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির সকল প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের ভাষা বাংলা। ২০১৬ সাল নাগাদ প্রায় ৮,০০০ শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ভর্তি হয়েছে। প্রতিষ্ঠানটিতে জুনিয়র শিক্ষক থেকে সহকারী শিক্ষকসহ প্রায় ১৭০ জন শিক্ষা কর্মচারী কর্মরত আছেন।.

                                     

ⓘ ইতিহাস একাডেমি

ইতিহাস একাডেমী বাংলাদেশের ইতিহাস গবেষকদের নিয়ে গঠিত একটি সংগঠন। ২০০১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনানুষ্ঠানিকভাবে সংঠগনটির উৎপত্তি হয়। ২০০৫ সালে এটি বাংলাদেশর সরকারের অনুমোদিত তালিকায় নিবন্ধিত হয় । এর সদর দফ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

                                     

1. উদ্দেশ্যে ও বিবরণ

প্রবীন নবীন শিক্ষক, অনুসন্ধিৎসু শিক্ষার্থী ও গবেষকদের বিজ্ঞানসম্মত ও প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চা ও গবেষণার নতুন দিক নির্দেশনা প্রদান ইতিহাস একাডেমীর উদ্দেশ্য। একটি নির্বাহী কমিটি কর্তৃক ইতিহাস একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়। নির্বাহী কমিটিতে রয়েছে একজন সভাপতি, একজন পরিচালক, পাঁচজন সহসভাপতি, একজন সচিব, একজন সহকারি সচিব, একজন কোষাধ্যক্ষ এবং ১৫ জন সদস্য। ইতিহাস নিয়ে আগ্রহী যেকোন স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন ব্যক্তি ইতিহাস একাডেমীর সদস্যপদ গ্রহণ করতে পারে।

                                     

2. কার্যক্রম

বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের নিয়ে নতুন নতুন গবেষণার ক্ষেত্র তৈরিতে ইতিহাস একাডেমী প্রতি বছরই বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক মানের সেমিনারের আয়োজন করে। গবেষণা পদ্ধতি বিষয়ক ওয়ার্কসপের আয়োজন এবং ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষণামূলক পত্রিকা ও পুস্তক প্রকাশে অবদান রাখে এ একাডেমি । ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক মানের সেমিনারের আয়োজন ছাড়া প্রতিষ্ঠালগগ্ন ইতিহাস একাডেমী বাংলাদেশের প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য, প্রত্নতত্ত্ব স্থাপত্যশিল্প, নারী আন্দোলন, নারীবাদ, শিল্পকলা, শিক্ষা-সাহিত্য, দর্শন, জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ওপর গবেষণায় গবেষকদেরকে উৎসাহী করে থাকে।

                                     

2.1. কার্যক্রম সাময়িকী

২০০৩ সালে একাডেমী ইতিহাস: সমকালীন ঐতিহাসিকদের কলমে ’শিরোনামে সংগঠনটি তাদের প্রথম জার্নাল প্রকাশ করে। এছাড়া ২০০৯ সাল থেকে ইতিহাস প্রবন্ধমালা শিরোনামে সংগঠনটির উদ্যেগে নিয়মিত সাময়িকী প্রকাশ হয়।

                                     

2.2. কার্যক্রম প্রকাশিতগ্রন্থ

ইতিহাস একাডেমী থেকে ইতিহাস ঐতিহ্য বিষয়ক একাধিক আকর গ্রন্থও প্রকাশিত হয়েছে। এসব গ্রন্থের মধ্যে রয়েছে -

  • দ্য আরলি হিস্টরি অব সাউথ ইস্ট বেঙ্গল The Early History of South East Bengal
  • সোমপুর মহাবিহারের পোড়ামাটির ফলকে জীব বৈচিত্র্য
  • ধর্মীয় সাম্প্রদায়িকতার রাজনৈতিক অর্থনৈতিক উৎস
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →